D M Abu Bakur
কবি ও কথা সাহিত্যিক
সুবিধাবঞ্চিত সামাজিক অবক্ষয় দূরীকরণে কথা বলেন
ডি এম আবু বকর
সামাজিক সুবিধাবঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করার পাশাপাশি তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রেনীকে নিয়ে বাস্তব ও পূর্বের গবেষণালব্ধ তথ্য নিয়ে অনেক লেখালেখি করেছেন এবং বিভিন্ন সময়ে সম্পূর্ণ উপন্যাস, গল্প ও কবিতার বইয়ের পাশাপাশি দেশের স্বনামধন্য ও বহুল পরিচিত জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকাতেও তার লেখনি প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত বইগুলোর মধ্যে যেমন –
উপন্যাস
৩) আহা রে জীবন
কাব্যগ্রন্থ
১) জীবন ও প্রেম
লেখক পরিচিতি
ডি এম আবু বকর
তিনি একজন সব্যসাচী লেখক হিসাবে পরিচিত। সব মাধ্যমে তার লেখনী সমভাবে সচল। তিনি কবি ও কথা সাহিত্যিক হিসাবে সম্যক পরিচিত হলেও প্রবন্ধ, ছোট গল্প, ছড়া ও গীতিকার হিসাবে তার লেখার ধরন সম্পূর্ণ ব্যতিক্রম যা সামাজিক অসঙ্গতি ও সমাজ সংস্কার করণে উদ্ভুদ্ধ করে।
তিনি একজন সমাজ সেবক। তার প্রতিষ্ঠিত এ বি ফাউন্ডেশন সুদীর্ঘ বিশ বছর যাবৎ সমাজের সুবিধাবঞ্চিতদেরকে নিয়ে কাজ করে আসছে।
তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালিগাও গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। পিতাঃ মরহুম আব্দুর রহিম, মাতাঃ মরহুমা আছিয়া খাতুন।
তিনি সরকারী চাকুরীজীবি হিসাবে তার পেশা শুরু করেন এবং উক্ত পেশাতেই বিদ্যমান আছেন।
স্নাতক ডিগ্রীধারী ডি এম আবু বকর বহুবিধ প্রতিভার অধিকারী।