মনে ফাগুন মনে ভেলেন্টাইন্স ডি এম আবু বকর কতো ফুলের পসরা কতো সাজাই রঙ। ফাগুন উড়ে হাওয়ায় বদলে গেছে মন। নতুন এক অনুভূতি নতুুন একটা দিন নতুন এক প্রকৃতি সব কিছুই রঙিন। আজ বসন্ত মনে বসন্ত বনে কিছু কথা হবে একা দু জনে। ভেলেন্টাইন্স প্রেমের সরব গুনগুনে যদি আসিস ফাগুন এই নিমন্ত্রনে।

কবিতা

(গুচ্ছ কবিতা) প্রেম ঋষির মতো, সন্যাসীর মতো অাপাদমস্তক ধ্যানে, তোমার জন্য থেকেছি বিভোর। কতো প্রহর, কতোকাল, কতো যুগ। অযুত নিযুত দীর্ঘশ্বাস অাড়াল করে করে বেড়েছে অথৈ পাথার, কাটেনি ঘোর। রয়ে গেছি সেই অামি একটু লাজুক। মায়া অনুরাগ ছিল, অাঁখিতে ছিল মায়া, হরিন চোখে ইঙ্গিত ছিল...

বিজয় ঘুড়ি (গীতিকবিতা) ডি এম আবু বকর বিজয় আমার ইচ্ছে ঘুড়ি বিজয় সোনা রোদ বিজয় মানে ষোল ডিসেম্বর মোদের চেতন বোধ। বিজয় আমার মায়ের অশ্রু বিজয় আমার মা বিজয় আমার শিশুর হাসি তুলতুলে হাত পা। বিজয় মানে উচ্ছ্বল তরুনীর হাসি মাখামুখ। বিজয় আমার ইচ্ছে ঘুড়ি বিজয় সোনা রোধ। বিজয় মানে একাত্তরের প্রিয় সূর্য্য সন্তান বিজয় মানে সাত কোটি বাঙ্গালীর মুক্তির শ্লোগান। হ্নদয় মাঝে লেখা আছে তোমাদের অবদান। বিজয় আমার মায়ের অশ্রু বিজয় আমার মা বিজয় আমার শিশুর হাসি তুলতুলে হাত পা। বিজয় মানে উচ্ছ্বল তরুনীর হাসিমাখা মুখ। বিজয় আমার ইচ্ছে ঘুড়ি বিজয় সোনা রোধ। বিজয় মানে কিশোরীর হাসি মুক্ত চলাচল বিজয় মানে হাক ডাক চিৎকার শিশুর কোলাহল। জম্ম ভূমি বাংলা আমার মায়েরী আঁচল। বিজয় আমার মায়ের অশ্রু বিজয় আমার মা বিজয় আমার শিশুর হাসি তুলতুলে হাত পা। বিজয় মানে উচ্ছ্বল তরুনীর হাসিমাখা মুখ। বিজয় আমার ইচ্ছে ঘুড়ি বিজয় সোনা রোধ।