মনে ফাগুন মনে ভেলেন্টাইন্স ডি এম আবু বকর কতো ফুলের পসরা কতো সাজাই রঙ। ফাগুন উড়ে হাওয়ায় বদলে গেছে মন। নতুন এক অনুভূতি নতুুন একটা দিন নতুন এক প্রকৃতি সব কিছুই রঙিন। আজ বসন্ত মনে বসন্ত বনে কিছু কথা হবে একা দু জনে। ভেলেন্টাইন্স প্রেমের সরব গুনগুনে যদি আসিস ফাগুন এই নিমন্ত্রনে।

কবিতা

(গুচ্ছ কবিতা) প্রেম ঋষির মতো, সন্যাসীর মতো অাপাদমস্তক ধ্যানে, তোমার জন্য থেকেছি বিভোর। কতো প্রহর, কতোকাল, কতো যুগ। অযুত নিযুত দীর্ঘশ্বাস অাড়াল করে করে বেড়েছে অথৈ পাথার, কাটেনি ঘোর। রয়ে গেছি সেই অামি একটু লাজুক। মায়া অনুরাগ ছিল, অাঁখিতে ছিল মায়া, হরিন চোখে ইঙ্গিত ছিল...

বিজয় ঘুড়ি (গীতিকবিতা) ডি এম আবু বকর বিজয় আমার ইচ্ছে ঘুড়ি বিজয় সোনা রোদ বিজয় মানে ষোল ডিসেম্বর মোদের চেতন বোধ। বিজয় আমার মায়ের অশ্রু বিজয় আমার মা বিজয় আমার শিশুর হাসি তুলতুলে হাত পা। বিজয় মানে উচ্ছ্বল তরুনীর হাসি মাখামুখ। বিজয় আমার ইচ্ছে ঘুড়ি বিজয় সোনা রোধ। বিজয় মানে একাত্তরের প্রিয় সূর্য্য সন্তান বিজয় মানে সাত কোটি বাঙ্গালীর মুক্তির শ্লোগান। হ্নদয় মাঝে লেখা আছে তোমাদের অবদান। বিজয় আমার মায়ের অশ্রু বিজয় আমার মা বিজয় আমার শিশুর হাসি তুলতুলে হাত পা। বিজয় মানে উচ্ছ্বল তরুনীর হাসিমাখা মুখ। বিজয় আমার ইচ্ছে ঘুড়ি বিজয় সোনা রোধ। বিজয় মানে কিশোরীর হাসি মুক্ত চলাচল বিজয় মানে হাক ডাক চিৎকার শিশুর কোলাহল। জম্ম ভূমি বাংলা আমার মায়েরী আঁচল। বিজয় আমার মায়ের অশ্রু বিজয় আমার মা বিজয় আমার শিশুর হাসি তুলতুলে হাত পা। বিজয় মানে উচ্ছ্বল তরুনীর হাসিমাখা মুখ। বিজয় আমার ইচ্ছে ঘুড়ি বিজয় সোনা রোধ।

যদি প্রেম থাকে মনে ডি এম অাবু বকর দৃষ্টির লেজার দিয়ে কাছে ডেকে অানা খুব একটা কঠিন কাজ নয়, যদি ইঙ্গিত থাকে ভালোবাসার। কঠিন শাসন, রক্ত চোখের ভাষা প্রিয়তমাকে কাছে নয় সীমানার বাইরে ঠেলে দেয়। ছুরি, কাঁচি, বুলেট ভরা অাগ্নেয়াস্ত্রের এতটা ক্ষমতা নেই যা দিয়ে দখল করা যায় হ্নদয় জমিন। হাওয়ায় ভেসে ভেসে ভায়োলিনের সুরে প্রিয়তমা ঘুরে বেড়ায় ভালোবাসার রাজ্যে। প্রেম দিয়ে যা হয় অার কিছুতেই তা হয় না তুমি যেখানেই থাকো যত দূরে থাকো তোমাকে অামার কাছে অাসতে হবেই প্রেমের ঘ্রান শুকে। অামার অস্তিত্ব জানান দিবে অামি ছিলাম, অামি অাছি প্রেমের টবে অগনিত ফুলের মাঝে। অামি সাইরেন বাজিয়ে ঘোষনা করছি অাজ প্রেম দিয়ে তোমার সকল অহংকার মুছে দেবো। গোলাপের নির্যাস দিয়ে সুগন্ধি ছড়িয়ে দেবো তোমার বাড়ির চারপাশে। তোমার প্রিয় শরতের কাশফুল গুচ্ছ গুচ্ছ কবিতার মতো সাজিয়ে দেবো তোমার চেনা অচেনা সকল শহর বন্দর গ্রাম। অামি জানি তোমার হ্নদয় অলিন্দে প্রবাহিত কামানের গোলার চেয়েও শক্তিশালী বারুদ। এ বারুদের ছোঁয়ায় শহর থেকে শহর দেশ থেকে দেশ বিগ্রহ মুক্ত হয়। ছোঁয়া পেয়ে উজ্জ্বিবিত হ্নদয় কামান ফেলে গোলাপ খুঁজে। কারো শাসন যুদ্ধ থেকে স্থায়ী কিছু হয় না ভাইয়ের সঙ্গে যুদ্ধ করে ভাই হারাবে। দেশের সঙ্গে দেশ বন্ধুকের এক গুলিতে টার্গেট হয় মাত্র একটি লক্ষ্য ভালোবাসার এক বুলেটে কুপোকাত হয় একটি দেশ, একটি ট্রয় নগর, একটি পৃথিবী। অামি চাই এমন একটা বুলেট অামাকে নিশানা করুক প্রেমের বুলেটে অামার বুক ফালাফালা হয়ে যাক কেউ একজন অামার হউক যে অন্তত অামাকে খুঁজে অামিও এমন একজনের হাতে অবধারিত মৃত্যু খুঁজি। গোলাপের পাপড়িগুলো উড়ে যাক সুগন্ধিটা পড়ে থাক।

প্রথম প্রেমের দিন ডি এম অাবু বকর তোমায় যখন দেখেছিলাম প্রথম হ্নদয়ের পাড় ঘেঁষে ফুটেছিল ফুল। সেই ফুল অাজো ফুটে অবিরত বুঝিনি দু জনার মাঝে কি ছিল ভুল। তোমার কি মনে পরে সেই স্মৃতি গোধুলি ধূসর হাওয়ায় ভাসা বৃষ্টি। নিষ্ঠুর বিভাজন দু জনার মাঝে কেমনে সরে গেল দু জনার দৃষ্টি। অামি তখনো বুঝতে পারিনি ঠিক তুমি চলে যাবে অাসবে না অার। এতটা বছর এভাবে একা একা কি করে অাছি জানতে চেয়োনা অাবার। দিন চলে যায় সময়ের খরচে যেখানে কেউ ছিল না রঙ ছিল হরেক। স্মৃতির পাতায় পড়ে অাছে এখন তোমার অামার পরিনতি মনের অাবেগ।

প্রেমহীন সময় ডি এম অাবু বকর অসময়ের গুচ্ছ গুচ্ছ সময়গুলো অাজ বুক পাজরের অলিখিত বিষাদ গ্রন্থনা। সারিসারি যতিচিহ্নের, অবাক এক মুদ্রুন, রাতের পর রাত বিমর্স চোখ দুখের বন্ধনা। এই শহরের অলিগলি লাগছে অচেনা। দিনের পর দিন এখানে হয় হতাশার চাষ। বুক চিরে যায় অসমাপ্ত মৌন অাবেগে, ইচ্ছেগুলো ছটফট করে চার দেয়ালে। বেঁচে থাকার স্বপ্ন নেমে গেছে অর্ধেকে। প্রেমহীন সময় নিয়ে গেছে দূরে তোমাকে। অাজকাল খুব বেশী রকম মন খারাপ হয়। যখন দেখি অনিয়মের নিয়মই নিয়ম, সচরাচর অাইন ভাঙ্গাই অাইনের মারপ্যাঁচ। অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন হয় জখম। দিন অার রাতে বড়ই গড়মিল খুব বেশী রকম। এসব ভাবলে জ্বালা বাড়ে, তবু ভাবি কারণ তোমার এই শহরে নিত্য বসবাস। অামি দেখে অার চুপ থাকতে চাই না। এ অনিয়ম অার না ভাড়ুক না ছড়াক চারপাশ। সবার বুকে ঝুলিয়ে দাও বিবেকের প্লাকার্ড।

অপেক্ষা

অপেক্ষা

অপেক্ষাডি এম আবু বকর কখন এ স্বপ্ন ঘুম ভাঙ্গবে অামার, কখন কাটবে এ ঘোর অাঁধার।কখন আর মুগ্ধ বিভোর দুচোখ মেলে দেখবো পৃথিবী।কখন আর বার শান্ত, স্নিগ্ধ কোমল হাওয়ায় আমার ছোঁয়াবো দেহ। আমার অস্থির মনের দেয়ালে কখন ফুটবে আলোররঙিন প্রচ্ছদ। স্বেচ্ছাবন্দী গৃহবাসী মানুষগুলো কখন...