বিজয় এবং একটি দেশ
ডি এম অাবু বকর

বিজয় মানে দেশের ভিতর অারেক দেশ
বিজয় মানে মনের ভিতর অন্য মন,
বিজয় মানে লাজুক মেয়ের হাসির রোল
বিজয় মানে,
ত্রিশ লক্ষ বাঙালীর জীবন বিসর্জন।

বিজয় মানে মুক্ত হাওয়ায় মুক্ত শ্বাস
বিজয় মানে তোমার অামার মুক্ত বাক,
বিজয় মানে পাখির মতো এক অাকাশ
বিজয় মানে
বোনের ইজ্জত, মায়ের অাবেগ, শিশুর ডাক।

বিজয় মানে তোমার অামার ভয়হীন ঘুম
বিজয় মানে চাষীর হাসি নিভর্য় চাষ,
বিজয় মানে দূজর্য় ষোলই ডিসেম্বর
বিজয় মানে
পাক বাহিনীর বুলেটবিদ্ধ ছেলের লাশ।

বিজয় মানে শপথ নতুন অাগামীর
বিজয় মানে দূরন্ত কেশ এক কিশোরীর,
বিজয় মানে দূনীর্তিহীন স্বাধীন দেশ
বিজয় মানে
তোমার অামার নতুন একটা বাংলাদেশ।

Share This