এইতো জীবন
ডি এম আবু বকর
কতদিন তুমি আমি একা এই নির্জনে
কথার মালা গেঁথে পড়িয়েছি শূন্যে।
ফুলের গালিচায় হেঁটে গেছি কত পথ
যখন দুটি হাত দুহাতে চারপাশে গীবত।
বাধার নাগপাশ এড়িয়ে যায় দুটি হ্নদয়
অঞ্জলি সাদে দুজনাতে দুজনার সময়।
কানাকানি হয় দ্রুপদী নাচে ঈর্ষার বীজ
আমি নিলেম প্রেম একশ বছরের লিজ।
কেউ আজ নেই কাছে শুধুই আমরা দুজন
গোলাপের পাপড়িগুলো ছুঁয়ে যায় দুটি মন।
রাখি নেই, আখি নেই, আজ ওরা কোনঠাসা
কুসুম নেই, কলি নেই, আছে ভালোবাসা।
প্রেম আছে, আছে কতক অভিমানী মন
তুমি আছো, আমি আছি এইতো জীবন।