আত্না দেহের বাধ্য নয়
ডি এম আবু বকর
আত্নার সঙ্গে কথা বলেছি, তর্কে এগিয়েছি বহুদূর।
আত্না বেড়িয়ে যেতে চায়, থাকতে চায় না পৃথিবীতে।
আত্নার মালিক বলছে থাকো থাকো আর কিছুদিন
মালিকের অবাধ্য সে হতে পারেনা তাইতো পরে আছে।
এখানে বুদ হয়ে পরে থাকতে চায় না মায়াবী নেশায়।
দেহের ইন্দ্রীয়গুলো লোভে বারবার ভুল পথে যায়।
মালিকের ডাক শোনার অপেক্ষায় অধীর পরে আছে
যখনই মালিক ডাকবে ছুটে বেড়িয়ে যাবে দেহ ছেড়ে।
এত অপরূপ দেহের দিকে একবারও তাকাবে না সে
মুক্তি পেয়ে আনন্দে চক্কর দিতে থাকবে চারপাশে।
তারপর উড়ে দূরে চলে যাবে মালিকের ঐশি ঘরে
অনন্তকালের জন্য, সুন্দর দেহ একেবারে পর করে।
দেহটা পরে থাকবে চিৎ হয়ে, দলে দলে আসবে কীট
কীটগুলো আস্তে আস্তে দেহটা মাটিতে মিশিয়ে দেবে।
বড় ক্ষুধার্ত এ মাটি, সে রাজা-বাদশা, ফকির চিনে না
আত্না বাধ্য ছিল, যতদিন আত্নার বিচরণ ছিল দেহে।
আত্না আর ফিরবে না, এদেহে কখনো কোনদিন
শুধু শেষ বিচারের সময় রাজস্বাক্ষী হবে সেদিন।