বৃক্ষ কথন
ডি এম আবু বকর
হে বন্ধু আমার, নির্লজ্জের মতো ভুলে গেলে
আমি জানতাম ওটা কখনোই কেউ বুঝবেনা।
সমান হিস্যা আশা করা কারো অন্যায্য দাবী নয়
দলিল দস্তাবেজ প্রকৃতির, তবু প্রগার বন্ধুত্বে ভয়।
আমায় ধ্বংস করে কতটুকু লাভের আশা করো
যদিও এতে তোমার বিচলিত হওয়ার কারণ নেই।
ঐতো দাঁড়িয়ে আছে আমার স্বগোষ্ঠি বড় আপন
সে-ও চুক্তিবদ্ধ প্রকৃতির কাছে ঠিক আমার মতন।
ধরণীর ভারসাম্য রক্ষায় আমার কোন দায় নেই
ইচ্ছা করলেও এতে আমার বাধা দেয়ার নেই শক্তি।
আমি বাধা দিতে পারিনা, চিৎকার করতে পারিনা
নিরবে নিভৃতে জবাই হই, এমনতো কথা ছিলনা।
হে বন্ধু আমার, বিদায় বেলায় রেখো শেষ অনুরোধ
যত্ন করিও অযত্নে থাকা আমার এক আটি ভ্রুন।
পৃথিবী থেকে নিচিহ্ন করোনা একেবারে আমায়
এতে তোমারই লাভ,সে-ও পরিচর্যা করবে তোমায়।
না হয় ওটার অভাব হবে, নিঃশ্বাস হয়ে যাবে বন্ধ
ভিন গ্রহের মতো পৃথিবী হবে মনুষ্যহীন নিরব ছন্দ।
(এ বর্ষায় ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’)