ঝরা ফুল
ডি এম আবু বকর

একদিন এমনি রাতে ডেকে ডেকে
থোকা থোকা তোমারী ভালোবাসায়
করেছিলে তুমি সুখময় ঘুমের ব্যঘাত।
সময়ের হাত ধরে চলে গেছে বহুদিন
চাঁদ আর তুমি পাশাপাশি ধরে আছো হাত।

এরও অনেক দিন পর তোমায় দেখলাম,
আগেও দেখতাম যেমন। ঠিক উল্টো
মলিন বেশে কটি দেহে চারপাশ আধার।
সুমধুর আহব্বান আসেনাযে আজ
হারিয়েছে রূপ তার প্যাঁচানো স্বভাব।
এখন পাশাপাশি শুয়ে নিষ্ঠুর পুরুস্কার।

আমার ক্রন্দসী মন এখনো খুঁজে আগের রূপ
তা কি আর হয় রাক্ষসী বয়স বসে আছে চুপ।
খসে গেছে দেহের আদল-এখন দুচোখে বাদল।

Share This