প্রথম প্রেমের দিন
ডি এম আবু বকর
তোমায় যখন দেখেছিলাম প্রথম
হ্নদয়ের পাড় ঘেঁষে ফুটেছিল ফুল।
সেই ফুল আজো ফুটে অবিরত
বুঝিনি দু জনার মাঝে কি ছিল ভুল।
তোমার কি মনে পরে সেই স্মৃতি
গোধুলি ধূসর হাওয়ায় ভাসা বৃষ্টি।
নিষ্ঠুর বিভাজন দু জনার মাঝে
কেমনে সরে গেল দু জনার দৃষ্টি।
আমি তখনো বুঝতে পারিনি
ঠিক তুমি চলে যাবে আসবে না আর।
এতটা বছর এভাবে একা একা
কি করে আছি জানতে চেয়োনা আবার।
দিন চলে যায় সময়ের খরচে
যেখানে কেউ ছিল না রঙ ছিল হরেক।
স্মৃতির পাতায় পড়ে আছে এখন
তোমার আমার পরিনতি মনের আবেগ।