নারীর একাকীত্ব
ডি এম আবু বকর
অস্থিরতার বীজ বারান্দার টবে বৃদ্ধি পায়,
বর্ষার ছিটাফোঁটা মাঝে মাঝে তষ জোগায়।
যখন আমি বড্ড একা আমার মাঝে আমায় দেখা।
বারান্দার ছোট্ট পালন্ক একান্ত সুখের রঙ্গ আমার,
হাত রেখে দাঁড়াতে দাঁড়াতে পালন্কের গ্রীলগুলো কেমন ফ্যাকাশে, হ্নদয় কালিমায় বড্ড একরোখা।
বর্ণিল কক্ষগুলোর চেয়ে ঐ ছোট্ট বারান্দাটাই প্রিয়
আমার একাকীত্বে ঘরের চেয়ে মলিন বাহিরই শ্রেয়।
সঙ্গী হয় আমার একচিলতে আকাশ,
সঙ্গী আমার দূর ভেসে যাওয়া মেঘ,
রাস্তায় হেঁটে যাওয়া অগনিত মানুষ,
ফেরিওয়ালাদের উচু শব্দ বিলাস।
যেটা কেউ দেখেনা বুকের ভিতর বাড়ে প্রতিদিন
আমি থাকি সারাবেলা ঝঙ ধরা মনে সঙ্গীহীন।
এক সময় ক্লান্ত দেহে বাকী সদস্যরা ঘরে ফিরে
কর্মহীন ক্লান্ত শরীর আমারও সমস্ত দেহ জুরে।
তবুও আমাকে খাটতে হবে তাদের প্রয়োজনে
মাঝে মাঝে খেদ দেখায় ভুল ধরে আমার আয়োজনে।
আমার কথা তারা ভাবে না কেমন ছিলাম সারাদিন
সময়গুলো চার দেয়ালের মাঝে বন্ধথাকে চিরদিন।
তুমি ভালো ছিলে ভালো আছো আর কি চাই
ওরাও বলে এখন ওদের একান্ত বিশ্রাম চাই।
শরীর মন জুরে অবসাদ নিয়ে আমি ভালো থাকি
রোজ রোজ নারীত্বের এ পরাজয়ের গ্লানি টানি।