Crown থেকে করোনা।
এ মুকুটধারী ভাইরাসের মুকুটের ওজন এতো বেশী হবে কে জানতো। এখন কিছুতেই একে বসে অানা যাচ্ছে না। বরং এর অস্থিরতায় মাথা ঠান্ডা বিশ্ব নেতাদেরও মাথা গরম হতে শুরু করেছে। সাবাস করোনা সাবাস। তাদের মাথা তুমি অন্যদিকে ঘুরিয়ে দিতে পেরেছ। রাজ্য দখল নিয়ে তারা ব্যস্ত থাকুক। তারা সাদা কালো নিয়ে দর কষাকষি করুক।তুমি প্রজাদের দখল নিয়ে উল্লাস করো। তোমার রাজত্ব হবে দীর্ঘ থেকে দীর্ঘ। তুমিতো তাই চাও। তোমাকে নিরস্ত্রীকরণ সব চেষ্টা ব্যর্থ হলে তাতে তোমারই লাভ। কোন ফলপ্রশু ঔষধ, কোন টিকা, কিছু একটা কি অামাদের মাথা মোটা বিশ্ব নেতারা এ ছয় মাসে বের করতে পারল। যেখানে পৃথিবীতে বেঁচে থাকার নিরাপদ অাবাস অামরা হারিয়েছি সেখানে মানুষে মানুষে বিভেদ থাকাটা লজ্জার। অামি বেঁচে না থাকলে, দেশের মানুষ বেঁচে না থাকলে দেশ অামার প্রয়োজন কি। মাটিঅামার প্রয়োজন কি? এতো এতো ডলার কি কাজের। মাত্র কয়েকটা মাস। খুব একটা বেশী সময় নয়। এ কয়েকটা মাসে পৃথিবীর পরিবর্তনটা সবাইকে ভাবিয়ে তুলছে। অামরা বাসযোগ্য নতুন নতুন গ্রহের সন্ধান করছি।
শতকোটি অালোকবর্ষ দূরের গ্রহের পোষ্টমর্টেম করার চেষ্টা করছি। চাঁদে গিয়ে ফ্লাগ লাগিয়ে অাসছি। বলছি তোমার নাতিপুতিরা শীঘ্রই অাসছে। সীমাহীন অর্থ ব্যয়ে অাগ্নেয়াস্ত্র, কামান, এটমবোম, মিশাইল কতো কিনা অামরা প্রস্তুত করছি। অাজ ভাইয়ের বিরুদ্ধে ভাই দেশের বিরুদ্ধে দেশ। একটা জড় পদার্থ মানুষের উষ্ণতায় জীবন্ত হয়ে উঠতে পারে কিন্তু মৃত মানুষ জড় পদার্থে জড়ালে জীবন্ত হয়ে উঠে না। এখন একটা বিষয় পরিস্কার যে অামরা পৃথিবীর মানুষ নিজেকে প্রোটেকশন দেয়ার কোন ব্যবস্থাই রাখিনি। এ পৃথিবীর বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলার মতো অামাদের কোন সামর্থই নেই। অামরা নিজেরা পৃথিবীকে ধ্বংসের কিনারে দাঁড় করিয়ে বলছি পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। খোঁজ খোঁজ অারেকটা পৃথিবী খোঁজ। অামরা এতো সুন্দর একটা পৃথিবী নষ্ট করে ফেলছি। চিরে-ফোরে কেটে-কুটে নর্দমা বানিয়ে ছাড়ছি। অামরা যেহেতু একে নষ্ট করে ফেলছি অারেকটা পৃথিবী পেলেও অামরা নষ্ট করে ফেলবো। এ করোনার দূর্যোগ অামাদেরকে ভাবতে শিখিয়েছে। অামাদেরকে জাগিয়ে তুলছে। এখানে কাউকে একক দোষ দিয়ে লাভ নেই। নিউটনের থার্ড ‘ল’ সবক্ষেত্রেই সমান অাচরন করে। প্রকৃতির পাজরে অাঘাত করলে সে পাজর স্ফীত করে পাল্টা অাঘাত করবেই। প্রকৃতি অনেক ক্ষেত্রেই সয়ে যায় কিন্তু প্রকৃতির সামান্য অাঘাত অামরা সইতে পারছি না। এ করোনার তান্ডবে অামরা নিকটজন হারাচ্ছি। এতে অাতন্কিত পুরো পৃথিবীর মানুষ। এখন অনুজীব মারার অস্ত্র প্রয়োজন। এখন বড় ঐক্য প্রয়োজন বিশ্ব মানবতার মাঝে। বিশ্ব নেতাদের মাঝে। পরিশেষে, অামার লেখা গানের ভাষায় বলতে হয়—
Nobody can’t say
What a safe way. People are hoping one a better day. Today we are suffer Where is world leader? Where is WHO? What is work their. Who are they silent Why are they away?