অপেক্ষা
ডি এম আবু বকর

কখন এ স্বপ্ন ঘুম ভাঙ্গবে অামার, কখন কাটবে এ ঘোর অাঁধার।
কখন আর মুগ্ধ বিভোর দুচোখ মেলে দেখবো পৃথিবী।
কখন আর বার শান্ত, স্নিগ্ধ কোমল হাওয়ায় আমার ছোঁয়াবো দেহ।
আমার অস্থির মনের দেয়ালে কখন ফুটবে আলোর
রঙিন প্রচ্ছদ।

স্বেচ্ছাবন্দী গৃহবাসী মানুষগুলো কখন আবার হাসবে
কখন আবার সবুজের মাঠে খেলবে ফসলের ঢেউ।
অার ভয় নেই বলে চিৎকার করে বলতো যদিকেউ,
কতো হাসির বিহঙ্গ নৃত্যে উত্তাল হতো এই পৃথিবী।

কেউ কি একটু বলে দিতে পারো এর শেষ কোথায়

কেউ কি বলতে পারো কখন শেষ হবেএ অপেক্ষার প্রহর
কখন আবার অলিতে গলিতে কোলাহলে মুখরিত
হবে
শিশুর আনন্দ চিৎকারে হাওয়ায় ভেসে বেড়াবে
মেঘ।
কখন জাগবে আবার এ প্রিয় রঙিন আমার মায়ার শহর।

কখন থামবে খেটে খাওয়া মানুষগুলোর হাকডাক কান্না
কখন পথিকের পথ হবে উম্মুক্ত, কখন উম্মুক্ত হবে
আবার মুসাফির, যাযাবর জীবন।।

Share This