প্রেমহীন সময় ডি এম অাবু বকর অসময়ের গুচ্ছ গুচ্ছ সময়গুলো অাজ বুক পাজরের অলিখিত বিষাদ গ্রন্থনা। সারিসারি যতিচিহ্নের, অবাক এক মুদ্রুন, রাতের পর রাত বিমর্স চোখ দুখের বন্ধনা। এই শহরের অলিগলি লাগছে অচেনা। দিনের পর দিন এখানে হয় হতাশার চাষ। বুক চিরে যায় অসমাপ্ত মৌন অাবেগে, ইচ্ছেগুলো ছটফট করে চার দেয়ালে। বেঁচে থাকার স্বপ্ন নেমে গেছে অর্ধেকে। প্রেমহীন সময় নিয়ে গেছে দূরে তোমাকে। অাজকাল খুব বেশী রকম মন খারাপ হয়। যখন দেখি অনিয়মের নিয়মই নিয়ম, সচরাচর অাইন ভাঙ্গাই অাইনের মারপ্যাঁচ। অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন হয় জখম। দিন অার রাতে বড়ই গড়মিল খুব বেশী রকম। এসব ভাবলে জ্বালা বাড়ে, তবু ভাবি কারণ তোমার এই শহরে নিত্য বসবাস। অামি দেখে অার চুপ থাকতে চাই না। এ অনিয়ম অার না ভাড়ুক না ছড়াক চারপাশ। সবার বুকে ঝুলিয়ে দাও বিবেকের প্লাকার্ড।
by dmabubakur | Aug 19, 2020 | Uncategorized | 0 comments