বিজয় ঘুড়ি (গীতিকবিতা) ডি এম আবু বকর বিজয় আমার ইচ্ছে ঘুড়ি বিজয় সোনা রোদ বিজয় মানে ষোল ডিসেম্বর মোদের চেতন বোধ। বিজয় আমার মায়ের অশ্রু বিজয় আমার মা বিজয় আমার শিশুর হাসি তুলতুলে হাত পা। বিজয় মানে উচ্ছ্বল তরুনীর হাসি মাখামুখ। বিজয় আমার ইচ্ছে ঘুড়ি বিজয় সোনা রোধ। বিজয় মানে একাত্তরের প্রিয় সূর্য্য সন্তান বিজয় মানে সাত কোটি বাঙ্গালীর মুক্তির শ্লোগান। হ্নদয় মাঝে লেখা আছে তোমাদের অবদান। বিজয় আমার মায়ের অশ্রু বিজয় আমার মা বিজয় আমার শিশুর হাসি তুলতুলে হাত পা। বিজয় মানে উচ্ছ্বল তরুনীর হাসিমাখা মুখ। বিজয় আমার ইচ্ছে ঘুড়ি বিজয় সোনা রোধ। বিজয় মানে কিশোরীর হাসি মুক্ত চলাচল বিজয় মানে হাক ডাক চিৎকার শিশুর কোলাহল। জম্ম ভূমি বাংলা আমার মায়েরী আঁচল। বিজয় আমার মায়ের অশ্রু বিজয় আমার মা বিজয় আমার শিশুর হাসি তুলতুলে হাত পা। বিজয় মানে উচ্ছ্বল তরুনীর হাসিমাখা মুখ। বিজয় আমার ইচ্ছে ঘুড়ি বিজয় সোনা রোধ।
by dmabubakur | Dec 22, 2020 | Uncategorized | 0 comments