(গুচ্ছ কবিতা)
প্রেম
ঋষির মতো, সন্যাসীর মতো
অাপাদমস্তক ধ্যানে, তোমার জন্য
থেকেছি বিভোর।
কতো প্রহর, কতোকাল, কতো যুগ।
অযুত নিযুত দীর্ঘশ্বাস অাড়াল
করে করে বেড়েছে অথৈ পাথার,
কাটেনি ঘোর।
রয়ে গেছি সেই অামি একটু লাজুক।
মায়া
অনুরাগ ছিল, অাঁখিতে ছিল মায়া,
হরিন চোখে ইঙ্গিত ছিল
ভালোবাসার এক অপার সুখ অাবেগ ছায়া।
কতেক ভুল ছিল, স্রোতে ভাঙ্গা কূল ছিল
বয়স মেপে তোমার অামার
বাহারী রঙের মন ভুলানো ফুল ছিল।