মনে ফাগুন মনে ভেলেন্টাইন্স ডি এম আবু বকর কতো ফুলের পসরা কতো সাজাই রঙ। ফাগুন উড়ে হাওয়ায় বদলে গেছে মন। নতুন এক অনুভূতি নতুুন একটা দিন নতুন এক প্রকৃতি সব কিছুই রঙিন। আজ বসন্ত মনে বসন্ত বনে কিছু কথা হবে একা দু জনে। ভেলেন্টাইন্স প্রেমের সরব গুনগুনে যদি আসিস ফাগুন এই নিমন্ত্রনে।
by dmabubakur | Mar 9, 2021 | Uncategorized | 0 comments