মন
ডি এম অাবু বকর
(আমার উপন্যাসের একটি অনুচ্ছেদ, কপি সংরক্ষিত)

প্রত্যেকের মনের ভূবন একান্ত নিজের। যে যেমন রাখে, তেমনই থাকে। সেখানে নেই করোনার মহামারী, নেই কোন রোগ বালাই। সেখানে নিরাপদে ঘুরে বেড়ানো যায়। মনের আকাশ মেঘ মুক্ত। ঝড়ের ভয় নেই। একবার ঘুরে আসুন নিজের ভুবনে।

সেখানে চাষ করুন হাজার বর্ণের ফুল। উড়তে দিন রঙিন প্রজাপতি। প্রতিদিন নতুন নতুন স্বপ্ন তৈরী করুন। স্বপ্নের পাড় ধরে হেঁটে বেড়ান প্রিয় মানুষের সঙ্গে।
মনের ভুবনে খরস্রোতা নদী অাছে। সে নদীতে জোয়ার- ভাটা অাছে। নদীতে কান্না অাছে, অাছে মিষ্টি সুরের কলতান। কানপেতে রাখুন। নদীর জলে গা ভিজিয়ে পরিশুদ্ধ করুন নিজেকে।

মনের আকাশে কোটি কোটি তারা। চাঁদকে রাখুন পাশে।
চাঁদের স্নিগ্ধ অালোর মাঝে সুখ অাছে। কোন নিঝুম রাতে ধবধবে জোসনায় মিশে যান। ভেসে বেড়ান মেঘের ভেলায়। কোন মিষ্টি গান বাজুক। হাওয়ায় উড়ুক ইচ্ছে ঘুড়ি। তাকে খুঁজুন উষ্ণ হাতের ছোঁয়ায়। ফিসফিস করে বলুন ভালোবাসি খুব ভালোবাসি।

মনের ভূবনে ঘুরে বেড়ানোর এখনই সময়। যখন আমরা একরকম আবদ্ধ হয়ে আছি বৈশ্বিক অনিরাপদ পৃথিবীতে। ঘুরে দেখুন আপন মন, কতোটা ক্ষয়েছে, কতোটা নুয়েছে অথবা কতোটা উদ্ধেলিত হয়েছে নিজেকে নিয়ে। মনের নিরাপদ ভূবনের অবান্চিত কাঁটাগুলো সরিয়ে ফেলুন। যেন আপনার প্রিয় মানুষেরা এ পথে সোনালী গালিছা বিছিয়ে দিতে পারে আপনার জন্যে। আরো একটু দেখুন আপনার ছেলেবেলার বুনা অবুঝ সবুজ স্বপ্নগুলো। কতোটা বড়ো হলো, নাকি মরে গেল, নাকি সুপ্তই থেকে গেলো।

যাক ওসব বাদ।

আমাদের স্বপ্নতো হিসেবের অযোগ্য। আমরা আলোকবর্ষ দূরে মঙ্গলে স্বপ্ন রোপন করেছি। আমাদের চাঁদের স্বপ্নবৃক্ষ এতোদিনে অনেক বড় হয়েছে। আমি আমরা আপনি প্রতি নিয়ত সাজাই, প্রতিনিয়ত ভেঙ্গে ফেলি। ছেলেবেলায় কতো হাসির বুনন ছিল। আজো স্মরনে পুলকিত হই। যৌবনে কতো ভুল ছিল, কতো ফুল ছিল, কতো আবেগের কুল ছিল।

মন এক বায়বীয় বিষয়। তাকে ধরে রাখা যায় না। তাকে তার রাজ্যে বিচরন করতে দিতে হয়। মনের রাজ্যে রাজা-প্রজা আছে। আছে উজির-নাজির। আছে প্রিয় অপ্রিয় অযুত নিযুত গল্প। আছে মৃত শবদেহ। আছে মৃগনাভী সুঘ্রান। আছে বায়োলিনের করুন সুর। মন ভালো থাকা না থাকার বিষয় অাছে। এ ভূবনের কোথাও ঝড় বয়ে যায়। কোথাও জল গড়ায় অনাকাঙ্খিত মূর্ছনায়। কেউ আবার ভালোবাসার হাত বাড়িয়ে রেখেছে। ডাকছে কাছে রঙিন বর্ণ ভাষায়।

কোথাও উল্কাপিন্ডের আঘাতে ক্ষয়ে গেছে ছাল। কোথাও ঝিরঝির শীতল হাওয়া বইছে। তার পরশে সতেজ হউক, নতুন কুঁড়ি প্রস্ফুটিত হউক ভূবন জুরে। মনের আকাশে ফানুস উড়ুক। আলো ফুটুক তমসার রাতে। সেখানে তুমি আপনি আমরা সুখ কুড়াব। ছড়িয়ে দেবো সবখানে।

মনের আকাশ বিশাল বড়। তবে মনের গতির চেয়ে দ্রুতযান কোথাও নেই। এক নিমিষে এ মন সপ্ত আকাশ ঘুরে আসতে পারে। আরো কতো রহস্য মনের ভেতর, জানে সাধ্য কার। তুমি কি জানো আমি এখন তোমার মনের মাঝে লুটোপুটি খেলছি। আমিও জানি না তুমি কোন সুদূরে ঘুরে বেড়াচ্ছ। কার মনে বিরাজ করছো।
মন উড়ুক তার রাজ্য বলয়ে অথবা অন্য কোন ছায়াপথ ধরে।

মন যেন মরে না যায়। তার স্বপ্নগুলো প্রতিনিয়ত বেড়ে বেড়ে রাবার হয়ে যাক। উড়ুক প্রতিনিয়ত সোনালী ডানায়।

Share This