মাটির ঝালর
ডি এম আবু বকর

বাতায়নে ঝুলে আছে কি সুন্দর ঝালর
অর্থ-অনর্থের মাঝে দাঁড়িয়ে আছে
বাহারী নকশা, খোদাই কারুকাজ।
কিছু স্বপ্ন উপর থেকে এঁকেবেঁকে
নিচে নেমে গেছে।

বাঁকানো কার্ণিশ খটখটে তামাটে
রোদ লেগে পুড়ে গেছে রঙ, পিচলে যায় জল
সুখের মতো। সুখ ধরা দিতে চায় না।
থোঁকা থোঁকা কষ্টেরাই পাড়ে গা জেরে সব
ঢেলে দিতে। সহ সঙ্গীর মতো থাকে
বিছানা গলিয়ে।

ওহে বৃক্ষেরা একটু সুখ বাতাস দাও,
দীর্ঘ নিঃশ্বাসের পর বড় ক্লান্ত লাগে।
ওহে বাতায়নের গাছেরা আমার।
যদি না পাড়ি দিতে আর যত্নের জল,
তোরাও শুকিয়ে যাসনা আমার মতো
কালের ধারায়।

ওহে পোষ মানা ময়না তুইও থাকবি
কলের খাঁচায় আগের মতই।
কেউ না কেউ তোর খোঁজ নিতে আসবেই।
সেদিন পর্যন্ত তুই বেঁচে থাকিস।
স্বপ্নের ডালপালা বিস্তার করে
একটু আদুরে গলায় ডাকিস চেনা স্বরে।

ঘুম আসুক তোর সুরের ঝংকারে
ঘুমভাঙ্গবে একদিন অচেনা এক শহরে
আমার স্বপ্নময় জীবন মাটির ঝালরে।

Share This