সেই গল্পটি
ডি এম আবু বকর

ব্যস্ততার ঘেরাটোপে
চলছে জীবন মেপে মেপে,
নেই কোন ফুসরত।
একটু সময় পাইনা ধার
আপনার একান্ত একার
শুধুই কসরত।

জানিনা আর হবে কি
তোমার আমার সেই গল্পটি,
কলমে সরব।
নাকি শূন্য বাতাসে
ভেসে রবে ঐ আকাশে
চিরদিন নিরব।

তোমার দুচোখের ভাঁজে
কত গল্প, কারুকাজে
বলেছ আমায়।
আমি সবী বুঝি তার
এ গল্পটা তোমার আমার,
কেঁদে কেঁদে যায়।
প্রতিদিন প্রতিক্ষন আজ
থাকে অধরায়।

Share This