মনের গাড়ি চলছে বাড়ি
দেবে দূর্গম পারি,
হায়রে কপাল মিলেনাতো
সময় হিসেব ঘড়ি।

সবাই আছে অপেক্ষাতে
ঈদের চাঁদের মতো,
খুশীর আবেগ চাঁদটা এখন
ধুকছে অবিরত।

চাঁদের বাড়ি অনেক দূরে
ঈদের খুশি মাটি,
জ্যামে জ্যামে পথেই অধেক
যায় ফুরিয়ে ছুটি।

থেমে গেছে ঈদ আনন্দ
জ্যামে আটকা পড়ে,
অচল ঘড়ি সারবে কবে
মাথা-মুন্ড ঘুরে।

সয়না দেরী যাবো বাড়ি
খুশি বুকের ভেতর,
হউক না কষ্ট যাবই যাবো
করতে ঈদুল ফিতর।

(সবাইকে ঈদের শুভ

Share This