“এখন প্রেম নয়” (কাব্যগ্রন্থ)
ইতি প্রকাশনী, প্যাভেলিয়ন ২২, সোহরাওয়ার্দী উদ্যান,
একুশে বইমেলা ২০২৫

কিছু কথা
আমরা অস্থির সময় পেরিয়ে এসেছি কিন্তু ক্ষীণ আলোটা নিভবে না জ্বলবে অনেক প্রশ্ন ঘুরপাক খায় মনে।
মৌলিক অন্যতম অধিকার খর্ব হলে কারো প্রেম করার অধিকার থাকে না। যুদ্ধটা তখন মুখ্য হয়ে ওঠে। খাবার প্লেটে বিদ্রোহ দেখা দেয়।
প্রসব চিৎকার অন্যরকম হয়। কিশোরীর চলার পথে
শত কাঁটা বিছানো থাকে। শিশুর ছন্দ হাসি লোভ পায়।
এ সময় ভালোবাসার চেয়ে তা রক্ষা করাই বড়ো হয়ে সামনে আসে।

‘এখন প্রেম নয়’ কাব্যগ্রন্থটিতে যেমন আছে ভালোবাসার মৌণ আবেগ, আছে হারানোর ভয়, আছে অস্থির সময়ের চোখ রাঙানি, আছে শোষণপীড়নের উল্লাস, আছে অধিকার আদায়ের চিৎকার। আছে মনের গভীরে জমে থাকা প্রশ্ন, আছে প্রশ্নের উত্তর।

বইটিতে আছে

বিপ্লব
অধিকার,
প্রসব,
প্রভু ভালোবাসতে বলেছে,
চলো মিছিলে যাই,
প্রশ্ন
মুহিনী,
ঐশী নারী,
নিঃসঙ্গ বাসর,
জাগ্রত বিবেক,
বিবর্ণ মসনদ,
বিমর্ষকাল,
আয়নার পেছনের খবর,
সমাজ দর্শন,
বিবেকের প্লাকার্ড।
আয়নাঘর
এমন আরো অনেক ছন্দময় কবিতা।

এখন প্রেম নয়
কাব্যগ্রন্থটি পড়ে আপনার ভালো লাগবে বলতে পারি এবং আপনার অনেকগুলো প্রশ্নের জট খুলে যাবে আশা করি ।

Share This