চল মিছিলে যাই
ডি এম আবু বকর
তুমি বসন্ত ছিঁড়ে সুখে, নিশ্চিন্তে, ফুলের ঢালি সাজাও।
এদিকে বিপ্লবী শ্লোগানে মুখরিত সবগুলো রাজপথ,
তোমার হাত ছেড়েছি বলে রাগ করে আছো তুমি এখনো।
আমিতো, তোমার জন্যই একটা তাবেদার শোষণ মুক্ত দেশ চাই।
যেখানে ভালোবাসা থাকবে সকল শ্রেণী মানুষের জন্য।
ফুলের মর্ম বুঝবে মানুষে, ভেজাল খাঁটি চিনবে সকলে।
পঁচা আত্মায় পরিচালিত দেশটা আজ নোংরা হয়ে গেছে,
তুমি রাগ করেনা দেখো ঐ কত উত্তাল জনসমুদ্র ঢেউ।
মানুষের ঢেউ, জনরোষের ঢেউ, বলয় ভেঙে এক হয়ে রাস্তায়।
শিশু বৃদ্ধ নারী অটিজম সবাই বের হয়ে এসেছে আজ।
পোয়াতি মা, সদ্য কিশোরী, আমাদের ছেলেরা, যুবারা
শত যৌবনবতি মেয়েরা। ঘরকন্নার কাজ ফেলে গৃহিণী।
তুমি অভিমান করোনা সোনা। তুমি চাইলে মিছিলে আসো।
দু জনের হাতে উড়বে পতাকা। দু জনার বাসর হউক রাজপথে।
সাউন্ডগ্রেনেট, পুলিশের হুইসেল, টিয়ারশেল, গুলির শব্দ বাজুক।
অন্য রকম সানাইয়ের সুরে দু জনে হবো বিগলিত।
মৃত্যু আসবে ভয় কিসের বলো, ফ্যাসিবাদ চিরতরে দূর হউক।
তারা এখন গুলি চালাতে চায়। অচল মালে ভরে গেছে সব।
দাবার ঘরে দেখো রাজা চেক। মন্ত্রী-সান্ত্রী আজ পলায়ন পর।
সোনা তোমার একটুও ভয় নেই, নতুন করে উড়বে পতাকা।
কারো ইচ্ছের কাছে কখনো কাউকে পোষ্য হতে হবেনা।
তোমার ভালোবাসায় কখনো নতুন করে আর কর বসবেনা।
চলার পথটা বেয়াদবের ভুল চালাকীতে বাঁধা হবেনা।
একটা প্রসবকৃত নীল ধোয়া, মুক্ত আমাদের একটা সদ্য দেশ।
আহা কিযে আনন্দ অপার, চারিদিকে গনজাগরণ
বিস্ফোরণ দামামা উত্তাল, বদলের হাওয়ায় উদ্ভাসিত।
মানুষের এবার ভালো থাকার, চেষ্টাটা বিবেক ও মননে।
এক হয়ে যাক হ্নদপিন্ডের স্পন্দন, মিশে থাক তোমাতে আমাতে।