অদৃশ্য কষ্টের হাতছানি
ডি এম আবু বকর
কষ্টের মিছিল প্রতিনিয়ত বাড়ছে
দীর্ঘ হচ্ছে পথ
বেদনার নীলরঙ ছড়িয়ে দিতে
নিয়েছে শপথ।
নিত্য আনাগোলা নতুন মুখের
বিতৃষ্ণা জীবন
চারিদিকে বিপদের হাহাকার
ক্ষতের গায় লবন।
একটার পরএকটা আজ দিচ্ছে হানা
বেদনার নীল চোখ
আর কত এমনি সইতে হবে
এ মর্ত্যের দোজখ।
অলস মন ও দেহ, বাড়ছে দ্রুত
বাড়ছে দুষ্টের দল
আজবেকারঅভিশাপবয়ে বেড়ায়
সময় চোখে জল।
নেশায় ভাসে যুবক হারিয়ে পথ
করে বসে ভুল
ভালোবাসায় মন দিতে ও পেতে
পিষে আসে ফুল।