মোহ ভুল
ডি এম আবু বকর
এতো কাজের মাঝেও বুবুক্ষ মনটা
তোমার অলক্ষে তোমাকে ছুঁয়ে যায়।
জানি এ অনুভুতির পীড়নটা দিব্যি
তোমার জন্য পানসে, শূণ্যতায় মিলায়।
মাঝে মাঝে খেই হারিয়ে একই সঙ্গে
চন্দ্রকে আর তোমাকে গুলিয়ে ফেলি।
ঝকঝকে রোদের ঝিলিকে মনের মাঝে
তোমার রূপ দেখে ধরতে ডানা মেলি।
পীড়িত মন ফিরে আসে খালি হাতে
লজ্জায় কুটিকুটি হই, লাগাম ধরি,
লাগাম ছুটে বেড়িয়ে যায় পাগল হয়ে।
অহেতুক ভুলতে বৃথা চেষ্টা করি।
চোখের সুখের সেই ক্ষণিক সময়ের দেখা
কতটা মূল্য বুঝার বোধ নেই তোমার।
নাহয় অবিচল আস্থার পারদ নামতো না
আরো সাহস নিতে, হাত ধরে চলার।
মৌন আবেগ তোমার প্রথম ছিল বৈকি
একফালি চাঁদের উদিত সোনারোদ।
চন্দ্রাবতি হয়ে তার স্নিগ্ধতা মেখে
কত কামুক হাত বাড়ায়, কত নির্বোধ।
কেতাবি কথা কত ভুলানো বাক্য
তোমার মগজের ভেতর রাতদিন নাচে।
তুমি ঘুরে গেলে মোহ ভুল চাতুর্য্য
আমি রয়ে গেলাম সততার রাজ্য।