ডি এম অাবু বকর (গান-২) স্বরবৃত্ত ৮+৬ পালকি চড়ে পরান প্রিয়া যায়রে সেজে বধু অশ্রু অামার বাঁধ মানেনা ঝরে পরে শুধু। পাড়ার লোকে প্রশ্ন করে বল কি হইছেরে তোর শাটর্টা খুলে বুকটা দেখাই তীরটা এফোড় ওফোড়।। অন্তর ফেটে যায়রে অামার তার বিরহ শোকে দাউ দাউ করে চিতার অাগুন জ্বলছে অামার বুকে। চারিদিকে সুর তুলে যায় তার দু পায়ের নুপুর।। ভালোবাসায় মজাইছিলাম কোন ছিলনা খাদ কত শত গল্প মরে অাজ থমকে গেছে চাঁদ। তাকে ছাড়া বাঁচবোনা অার রাতকে দেখি দুপুর।।
by admin | Oct 22, 2019 | Uncategorized | 0 comments